স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে আটক প্রচুর পরিমাণে এসকফ সিরাপ সহ চারজন বাংলাদেশী নাগরিক। সোমবার গোপন খবরের ভিত্তিতে ২ লক্ষ ৭ হাজার ৬০০ টাকার এসকফ সিরাপের বোতল আটক করতে সক্ষম হল আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ। এ বিষয়ে জিআরপি থানার ওসি জানিয়েছেন পুলিশের কাছে অগ্রিম খবর ছিল, প্রচুর পরিমাণে নেশা জাতীয় এসকফ সিরাপ বিহার থেকে ত্রিপুরায় প্রচার হতে পারে। সে অনুযায়ী পুলিশ উৎপেতে বসে থাকে রেল স্টেশনে।
যথারীতি এদিন বিকালে হামসাফর এক্সপ্রেস রেল দিয়ে যাত্রীরা আসার পর তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। কিন্তু কারোর ব্যাগ থেকে কোন নেশা জাতীয় এসকফ সিরাপ পাওয়া যায়নি। তারপর ট্রেনের খালি কোসের মধ্যে তল্লাশি চালিয়ে পুলিশ প্রত্যক্ষ করে দুটি কোসের মধ্যে ৫১৯ বোতল এসকফ সিরাপ রাখা রয়েছে। এবং এগুলি শৌচালয়ের সঙ্গে অপরিষ্কার জায়গায় রাখা ছিল। তারপর আরপিএফ জোয়ানরা এগুলি সিস করে। জিআরপি থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। পুলিশের ধারণা এইগুলি বাংলাদেশ পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। এদিকে দুজন বাংলাদেশি দম্পতি দুই শিশুকে নিয়ে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার সময় আটক করেছে পুলিশ।
তারা বেআইনিভাবে ভারতের প্রবেশ করেছে। তারা এদিন আগরতলা রেল স্টেশনে আসতেই পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায় কলকাতার উদ্দেশ্যে রওনা হতে চলেছে। তারপর তারা পুলিশের জোর জিজ্ঞাসাবাদে স্বীকার করে বাংলাদেশে নাগরিক। তাদের নাম তাহিদুল পোলান, বয়স ২৬। বাড়ি বাংলাদেশ বাগেরহাট জেলায়। মহিলার নাম রাজিফা বেগম বয়স ১৯। বাড়ি বাংলাদেশ বাগেরহাট জেলায়। তাদের সাথে থাকা দুটি শিশুর মধ্যে একটি শিশুর বয়স তিন বছর এবং অপর শিশুটির বয়স এক বছর।