স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : স্মার্ট সিটিতে যানজট নিরসনে ব্যর্থ ট্রাফিক প্রশাসন। লাগাতার অভিযানেও সফলতা আসছে না দপ্তরের কর্মীদের। গত কয়েক মাস ধরে শুধু অভিযানের পর অভিযান চলছে। কিন্তু যানজট নিরসনে কোন সফলতা নেই ট্রাফিক কর্মীদের। সোমবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ। কারণ মহারাজগঞ্জ বাজারে নিত্যদিন লেগে থাকে যানজট।
যত্রতত্র গাড়ি লোডিং আনলোডিং করার ফলে সৃষ্টি হয় যানজট। এক দুই জন ট্রাফিক পুলিশ থাকলেও তাদের পক্ষে মহারাজগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখা সম্ভব হয় না। এদিন ট্রাফিক ডি.এস.পি সুধাম্বিকা আরের নেতৃত্বে ট্রাফিক পুলিশের জাম্বো টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। এইদিন শেষবারের মতো রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের মালিক ও চালকদের সতর্ক করে দেওয়া হয়। ট্রাফিক ডি.এস.পি সুধাম্বিকা আর জানান এইদিন বিশেষ অভিযান চালানো হচ্ছে। এইদিন যান চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও যারা নির্দেশিকা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন লক্ষণীয় বিষয় হলো কতটা ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক কর্মী না থাকায় যে পরিষেবা ভেঙ্গে পড়ছে সেই বিষয়ে কোনো উদ্যোগ নেই। রাজ্যের টিএসআর দ্বারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ট্রাফিক দপ্তরের কাজ। কিভাবে যানজট নিরসন করতে হয় সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতার অভাব রয়েছে রাজ্য ট্রাফিকের কিছু কর্মীদের। যার কারণে আগরতলা শহরের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যানজট। আর এই যানজট নিরসনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ট্রাফিক পুলিশ।