Thursday, November 21, 2024
বাড়িবিশ্ব সংবাদপ্রথমবারের মতো মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেইনের

প্রথমবারের মতো মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেইনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমতি পাওয়ার পরপরই যুদ্ধের ১০০০তম দিনে দীর্ঘপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হেনেছে ইউক্রেইন।মঙ্গলবার কিইভ নতুন পাওয়া সুযোগ ব্যবহার করে রাশিয়ায় ছয় থেকে আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ছোড়ে।রাশিয়া জানিয়েছে, তাদের বাহিনীগুলো ব্রয়ানস্ক অঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি গুলি করে ভূপাতিত করেছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে স্থাপনাটিতে আগুন ধরে গেলেও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেইন জানিয়েছে, তারা রাশিয়ার প্রায় ১১০ কিলোমিটার ভেতরে একটি অস্ত্র গুদামে আঘাত হেনেছে। এ হামলার পর অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে।তবে তারা কী অস্ত্র ব্যবহার করে হামলাটি চালিয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি। কিন্তু ইউক্রেইনের সরকারি একটি সূত্র ও এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তারা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে; জানিয়েছে রয়টার্স।এক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র সরবরাহের একটি পয়েন্টে আঘাত হানা হয়েছে, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দু’টি বাধা দিয়ে ধ্বংস করেছে।

চলতি সপ্তাহে বাইডেন ইউক্রেইনকে রাশিয়ার ভেতরে হামলা চালাতে এটিএসিএমএস ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এটি দেশটিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিম এই সংঘাত আরও বাড়াতে চায় এটিএসিএমএসের ব্যবহার তার স্পষ্ট ইঙ্গিত।মস্কো বলেছে, এই ধরনের অস্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রের অপারেশনাল সমর্থন ছাড়া ছোড়া সম্ভব নয় আর এগুলোর ব্যবহারের মধ্য দিয়ে ওয়াশিংটন এই যুদ্ধের একটি সরাসরি পক্ষ হয়ে দাঁড়াবে যা রাশিয়াকে প্রতিশোধের প্ররোচনা যোগাবে।

এই যুদ্ধের ১০০০তম দিন পালন করেছে ইউক্রেইন। এ দিনটিতেই এসব হামলা চালালো তারা। দেশটির এক পঞ্চমাংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আছে আর ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কিইভের পশ্চিমা সমর্থন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা ৫৫ মিনিটের (স্থানীয় সময়) মধ্যে তাদের দক্ষিণাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় অন্তত আটটি অঞ্চলে ৪২টি ইউক্রেইনীয় ড্রোন ধ্বংস করেছে। এগুলোর মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ধ্বংস করা হয়েছে ৩২টি।

রাশিয়ার গভীরে বিভিন্ন লক্ষ্যে হামলা চালাতে ইউক্রেইন দীর্ঘ দিন ধরে ড্রোন ব্যবহার করে আসছে, কিন্তু এতো অল্প সময়ে এতগুলো ড্রোন যোগে হামলার ঘটনা অস্বাভাবিক বলে জানিয়েছে রয়টার্স।সামরিক বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইউক্রেইনকে দরকষাকষির একটি উপায় হিসেবে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে দখল করে রাখা ছোট একটি এলাকা ধরে রাখতে সাহায্য করতে পারে, কিন্তু ৩৩ মাস ধরে চলা যুদ্ধে সম্ভবত সিদ্ধান্তমূলক কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ এই পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য