Monday, January 13, 2025
বাড়িজাতীয়শীত আসার মুখে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা দিল মৌসম ভবন।

শীত আসার মুখে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা দিল মৌসম ভবন।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ নভেম্বর : শীত আসার মুখে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা দিল মৌসম ভবন। ভারতীয় আবহাওয়া বিভাগ (ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান ও নিকোবরে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার প্রভাবে সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে।

ওই নিম্নচাপ ‘গভীর নিম্নচাপে’ পরিণত হয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আইএমডি। বস্তুত, গত ২৪ ঘণ্টায় শক্তি বেড়েছে তার। সাহায্য পাচ্ছে বাতাসের গতি এবং সমুদ্রের পরিস্থিতির। সে ক্ষেত্রে আগামী শনি বা রবিবার মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে পৌঁছতে পারে ওই ঘূর্ণিঝড়। সতর্কবার্তায় বলা হয়েছে, এর প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কার উত্তর উপকূলেও।


তবে এখনও পর্যন্ত সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং ক্ষয়ক্ষতির কোনও পূর্বাভাস দেয়নি আইএমডি। প্রসঙ্গত, অক্টোবরের তৃতীয় সপ্তাহে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে তৈরি করেছিল ঘূর্ণিঝড় ‘ডেনা’। এ বারও তেমনটা হলে সেই ঘূর্ণিঝড় চিহ্নিত হবে ‘ফেনজ়ল’ নামে। ‘ডেনা’ নামটি ছিল কাতারের দেওয়া। ‘ফেনজ়ল’ নামকরণ করেছে সৌদি আরব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য