Thursday, November 21, 2024
বাড়িখেলাঘরের মাঠের দর্শকেরা দুয়ো দিলেও ব্রাজিলের পারফরম্যান্সে গর্বিত রাফিনিয়া

ঘরের মাঠের দর্শকেরা দুয়ো দিলেও ব্রাজিলের পারফরম্যান্সে গর্বিত রাফিনিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: ক্লাব ও দেশের হয়ে গত কিছু দিনে দারুণ ফর্মে থাকা রাফিনিয়া এ দিন দু-একবার ঝলক দেখালেও খুব ভালো কিছু করতে পারেননি। জিততে পারেনি তার দলও। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার সকালে তারা ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ের সঙ্গে।এক দিক থেকে অন্তত এক পয়েন্টের স্বস্তি তাদের আছে। আগে গোল হজম করে যে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। ৫৫তম মিনিটে দুর্দান্ত এক গোলে উরুগুয়েকে এগিয়ে দেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদে ভালভের্দে। তবে সাত মিনিট পরই সমতা ফেরাতে পারে ব্রাজিল। বক্সের মাথা থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করেন জেহসন।ফ্ল্যামেঙ্গোর ২৭ বছর বয়সী মিডফিল্ডারের এটি প্রথম আন্তর্জাতিক গোল।

সমতায় ফেরার পর এগিয়ে যাওয়ার সম্ভাবনা কয়েক দফায় জাগিয়েছে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত আর জালের দেখা পাননি কেউ।ম্যাচের শেষ দিকেই দর্শকদের অসন্তুষ্টি স্পষ্ট হয়ে উঠছিল। একটু করে দুয়োর শব্দ ভেসে আসছিল। শেষ বাঁশি বাজার পর আরও উচ্চকিত হয় সেই আওয়াজ।দর্শকদের অমন প্রতিক্রিয়ার কারণ বুঝতে পারছেন রাফিনিয়া। তবে বার্সেলোনার এই উইঙ্গারের মতে, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না।“আমার মনে হয়, দুয়ো দেওয়া হয়েছে মূলত ফলাফলের জন্য। কারণ, আমার তো মনে হয়, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি।”

“আজকে যারা খেলেছে, সবাইকে নিয়ে আমি গর্বিত। এমনকি যারা বেঞ্চে ছিল, তাদেরকে নিয়েও। (কাঙ্ক্ষিত) ফলাফল পাওয়ার জন্য যা কিছু করা সম্ভব, সবকিছুই আমরা করেছি। ভালো ফুটবলের অনেক কিছুই আমরা খেলেছি এবং মাথা উঁচুই রাখতে পারি আমরা।”রাফিনিয়াদের মাথা উঁচুতে থাকলেও পয়েন্ট তালিকায় খুব উঁচুতে নেই ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নয়ে এখন তারা আছে পাঁচ নম্বরে। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।এই অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল খেলবে ৪৮ দলের আগামী বিশ্বকাপে। এছাড়াও প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে আরও একটি দলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য