স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরে অধিকর্তা সুমিত লোধ, বিশেষ সচিব রেভাল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিক। মন্ত্রী এদিন খবর নেন রাজ্যের পেট্রোপণ্যের সম্পর্কে। গত কয়েকদিন ধরে রাজ্যে পেট্রোল সংকট চলছে।
এ সমস্যা কবে নাগাদ নিরসন হতে পারে সে বিষয়ে অবগত হন। পরে তিনি জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে পেট্রোলের সংকট নিরসন হবে। ইতিমধ্যে রাজ্যে পেট্রোল নিয়ে প্রবেশ করেছে ওয়াগনার। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করেন, বাজারে কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তবে তিনি জানিয়েছেন বন্যায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরঞ্জাম ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এর জন্য অনেক অর্থ ব্যয় হচ্ছে। তারপরও দপ্তর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। তবে কাঁচা মালের মূল্য সরকার চাইলেই কমাতে পারেনা।
এর জন্য ই.সি অ্যাক্ট পরিবর্তন করতে হয়। এ আইন পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কেন্দ্র সরকারের রয়েছে। রাজ্য সরকারের এ আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেক জেলায় মহকুমা শাসক, বাজার কমিটির সভাপতি ও সম্পাদক সহ স্থানীয়দের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।