স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : ধর্মনগর থেকে করিমগঞ্জ গামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর শরীর থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। ধৃত বিহারের এক যুবক। ঘটনা বুধবার দুপুর বারোটা নাগাদ। ধর্মনগর থেকে অসমের করিমগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাস চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালালে বিহারের এক যুবকের শরীরে বেঁধে রাখা অবস্থায় পাঁচ কেজি সাতশো গ্ৰাম শুকনো গাঁজা আটক করা হয়।
যার কালোবাজারি মূল্য প্রায় ষাট হাজার টাকা বলে জানায় পুলিশ। ধৃত পাচারকারীর নাম মুন্না শর্মা। বাড়ি বিহারের বৈশালী জেলায়। ধৃত ব্যক্তি জানায়, এনিয়ে সে দ্বিতীয় বার ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে। সে সাংবাদিকদের বলে, আগরতলার খেজুর বাগান এলাকা থেকে সাড়ে চার হাজার টাকা করে গাঁজাগুলো ক্রয় করে দশ হাজার কেজি দরে বিহারে বিক্রি করবে। এভাবে প্রথম যাত্রায় সে সফলতা পেয়ে দ্বিতীয় বার এসে পুলিশের জালে আটকে পড়েছে। এদিকে,ওসি খোকন সাহা জানান, ৪৭/২৪ নম্বরে ও এনডিপিএস আইনের ২২(বি)(ii)(বি)/২৯ ধারায় মামলা দায়ের করে রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে। পরবর্তী সময় পুলিশি জিজ্ঞাসাবাদে হয়তো আরো বৃহৎ তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ।