স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : মনু রেল স্টেশনে ভুয়া টিটি আটকের বারো ঘন্টার মাথায় এবার পেঁচারথল রেল স্টেশনে আটক অপর এক ভুয়া টিটি। তবে এবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশির সময় সন্দেহ হলে উত্তম মধ্যম দিয়ে ভুয়া টিটিকে তুলে দেওয়া হয় রেল কর্মীদের হাতে। বুধবার রাতে আগরতলা-ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে এই ঘটনা ঘটে। জানা গেছে ধৃত ভুয়া টিটির নাম কৌশিক সরকার।
বাড়ি ঊনকোটি জেলার পেঁচারথলের শিববাড়ি এলাকায়। পরে ধৃত ভুয়া টিটিকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় রেল কর্মীরা। এমর্মে জিআরপি থানার পুলিশ ধৃত ভুয়া টিটিকে তাদের হেফাজতে নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে প্রশ্ন হল কারা তাদের এ ধরনের ভুয়া টিটি হয়ে মানুষের সাথে প্রতারণা করার জন্য উৎসাহিত করেছে? এবং যারা এ ধরনের প্রতারণা করে চলেছে তাদের সকলের বয়স অনেকটাই কম। এখন পুলিশের জিজ্ঞাসা বাদে উঠে আসবে আসলে তারা প্রতারণার ফাঁদে পা দিয়ে ভুয়া টিটি হয়েছে নাকি তারা মানুষের কাছ থেকে মোটা অংক হাতিয়ে নিতে ডেমু ট্রেন কাজে লাগাচ্ছে। কারণ ডেমু ট্রেনের অধিকাংশ সময়ই টিটি থাকে না। বহু যাত্রী বিনা টিকিটে ট্রেন চড়ছে। যার যাত্রীদের সাথে প্রতারণার করতে একটা মহল ময়দানে অবতীর্ণ হয়েছে বলে ধারনা।