Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যজিবি হাসপাতালে আবারো ছিনতাইয়ের উপদ্রবে আতঙ্ক

জিবি হাসপাতালে আবারো ছিনতাইয়ের উপদ্রবে আতঙ্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। চুরি, ছিনতাই -এর ঘটনা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। সোমবার টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা সঞ্জিৎ দেবনাথ নামে এক ব্যক্তির পকেট থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই বাজরা। পরে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। সাথে সাথে চিৎকার শুরু করলে আশেপাশে লোকজন এসে বহু খোঁজাখুঁজি করার পরও টাকা উদ্ধার করতে পারেনি।

 ধারণা করা হচ্ছে সঞ্জিৎ দেবনাথ যখন লাইনে টিকিট কাটার জন্য ব্যস্ত ছিল তখন এই ঘটনা সংঘটিত হয়েছে। সঞ্জীৎ দেবনাথের বাড়ির রানির বাজার কৃষ্ণনগর এলাকায়। তার স্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জিবি হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু ছিনতাই এর কবলে পড়ে বাড়িতে ফেরার জন্য গাড়ি ভাড়া পর্যন্ত নেই সঞ্জিৎ দেবনাথ এবং তার স্ত্রীর কাছে। উল্লেখ্য,জিবি হাসপাতালে আবারো ছিনতাইয়ের উপদ্রব বেড়েছে। বেসরকারি নিরাপত্তা কর্মী এবং পুলিশ, টিএসআর থাকার পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মাথাচাড়া দিয়ে উঠা ছিনতাইকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেও দেখা যায় না পুলিশের। ফলে জিবি হাসপাতালে যেতে মানুষ আতঙ্কে ভুগছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!