Friday, December 27, 2024
বাড়িবিশ্ব সংবাদসম্প্রচারমাধ্যম সিবিএস-এর বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সম্প্রচারমাধ্যম সিবিএস-এর বিরুদ্ধে ট্রাম্পের মামলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ নভেম্বর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস-এর বিরুদ্ধে মামলা করেছেন।অক্টোবরের শুরুতে টেলিভিশন চ্যানেলটিতে ‘৬০ মিনিটস’ নিউজ প্রোগ্রামে প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এ মামলা করা হয়।ট্রাম্প ‘সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর’ বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে নর্দান ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এ মামলা করা হয়।

অভিযোগনামায় বলা হয়, ওই সাক্ষাৎকারে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে করা একটি প্রশ্নে হ্যারিসের দু’টি ভিন্ন উত্তর প্রচার করেছে সিবিসি।এই মামলায় জুরি বিচার এবং ১ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।সিবিএস নিউজের মুখপাত্র বলেছেন, “৬০ মিনিটস অনুষ্ঠানটি নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বার বার তোলা অভিযোগ মিথ্যা।“ট্রাম্প সিবিএস- এর বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটির গ্রহণযোগ্যতা নেই। এর বিরুদ্ধে আমরা জোরালভাবে লড়ব।”নির্বাচনি প্রচারে ট্রাম্প বারবারই ‘৬০ মিনিটস’ এর ওই প্রোগ্রাম নিয়ে সিবিএস নেটওয়ার্ককে আক্রমণ করে আসছিলেন। নির্বাচিত হলে তিনি সিবিএস এর লাইসেন্স বাতিল করারও হুমকি দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য