Thursday, December 26, 2024
বাড়িখেলাস্পেনে বন‍্যার্তদের সহায়তায় লা লিগা ক্লাবগুলোর উদ‍্যোগ

স্পেনে বন‍্যার্তদের সহায়তায় লা লিগা ক্লাবগুলোর উদ‍্যোগ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ নভেম্বর: কয়েক দশকের মধ‍্যে স্পেনে সবচেয়ে মারাত্মক বন‍্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়াতে উদ‍্যোগ নিয়েছে লা লিগা ও শীর্ষ ক্লাবগুলো।এই সপ্তাহান্তে সম্প্রচারিত ম‍্যাচগুলোতে তারা প্রচারণা চালাবে। পাশাপাশি নিজেদের সামাজিক মাধ‍্যমের অ‍্যাকাউন্টগুলোতেও অর্থ উত্তোলনের উদ‍্যোগ নেবে। প্রাপ্ত অর্থ তারা দেবে বন‍্যার্তদের নিয়ে কাজ করা রেড ক্রসকে। বন‍্যায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জনের মৃত‍্যুর খবর পাওয়া গেছে।

লা লিগা বৃহস্পতিবার এক বিবৃতিতে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের জন‍্য সহমর্মিতা ও শোক জানিয়েছে।ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদ জানিয়েছে, রেড ক্রসের সঙ্গে মিলিতভাবে কাজ করবে তারা এবং ১০ লাখ ইউরো দান করবে।“ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায‍্যার্থে রেয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রস আজ (বৃহস্পতিবার) তহবিল সংগ্রহ শুরু করেছে। যে সব পরিবার সঙ্কটময় পরিস্থিতিতে আছে, সব ধরনের সাহায‍্য যাদের প্রয়োজন তাদের জন‍্য এই তহবিল উত্তোলন অভিযানের সমর্থনে ক্লাব ১০ লাখ ইউরো দান করছে।”

স্প‍্যানিশ ফুটবল অ‍্যাসোসিয়েশন এরই মধ‍্যে ভালেন্সিয়ার পূর্বাঞ্চলে কোপা দেল রের সাতটি ম‍্যাচ স্থগিত করছে। ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম‍্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করার জন‍্য প্রতিযোগিতার আয়োজকদের আহ্বান জানিয়েছে তারা।কোপা দেল রের স্থগিত ম‍্যাচ ছয়টি হবে আগামী সপ্তাহে। এখনও হোভে এস্পানিওলের বিপক্ষে রেয়াল সোসিয়েদাদের ম‍্যাচের নতুন দিনক্ষণ ঠিক হয়নি।

বন‍্যার্তদের সাহায‍্যের জন‍্য ভালেন্সিয়া তাদের মাঠে মেস্তায়া স্টেডিয়াম খুলে দিয়েছে। তাই এই মাঠে শনিবার শিরোপাধারী রেয়াল মাদ্রিদের লিগ ম‍্যাচ হচ্ছে না। স্থগিতের তালিকায় আছে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ভিয়ারেয়ালের ম‍্যাচও।শীর্ষ দুটি লিগের ক্ষতিগ্রস্ত দশটি ক্লাবকে আগামী মঙ্গলবারের মধ‍্যে নতুন সূচির জন‍্য প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য