Thursday, November 21, 2024
বাড়িরাজ্যআক্রান্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা, আন্দোলনের হুশিয়ারি তৃণমূল কংগ্রেসের

আক্রান্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা, আন্দোলনের হুশিয়ারি তৃণমূল কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : শারদ উৎসবের সময় রাজ্যে বিরোধী দলের কর্মী সমর্থকরা আক্রমণের শিকার হয়েছে। এটা রাজ্যের জন্য দুর্ভাগ্যের বিষয়। শাসক দলের এ ধরনের কার্যকলাপে রাজ্যের মানুষ দূর্গা উৎসব পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করতে পারেনি। অষ্টমী ভোরে ধর্মনগর তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে আক্রমণ করে শাসক দলের দুর্বৃত্তরা।

দশমীর রাতে রাজধানী রামঠাকুর সংঘ এলাকায় দুর্বৃত্তরা তৃণমূল কংগ্রেসের যুবনেতা শান্তনু সেনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছে। শাসক দলের দুর্বৃত্তদের এধরনের ঘটনায় তীব্র নিন্দা জানায় তৃণমূল কংগ্রেস। প্রদেশ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে শনিবার এ কথা জানান প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহব্বায়ক সুবল ভৌমিক। তিনি বলেন, শান্তনু সাহার উপর আক্রমণে ঘটনায় শান্তনু সাহা মাথায় এবং পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। দশমীর রাতে ১০-১২ জন শাসক দলের দুর্বৃত্ত বাইক নিয়ে এসে হেলমেট এবং মাস্ক পরিধান করে আক্রমণ করেছে শান্তনু সাহার উপর। এবং সেসব দুর্বৃত্তরা এলাকায় চিৎকার করে বলে যায় বনমালী পুর বিধানসভা কেন্দ্রে কেউ তৃণমূল কংগ্রেস করতে পারবে না। বর্তমানে শান্তনু সাহা এজিএমসি’তে ভর্তি আছেন। সবটা ঘটনায় পুলিশের সামনে সংঘটিত হলেও পুলিশ সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এদিন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সুবল ভৌমিক।

তিনি বলেন পুলিশের এ ধরনের ভূমিকা গ্রহণযোগ্য নয়। আরো বলেন বিজেপি সরকার জনরোষে পড়ে এ ধরনের আক্রমণ চালাচ্ছে। মানুষ সাড়ে তিন বছরে প্রতিবাদী হয়ে উঠেছে। প্রতিদিন মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস এই নগ্ন সন্ত্রাসের বিরুদ্ধে অচিরেই আন্দোলনে নামবে। তবে শারদ উৎসবের পর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি। পাশাপাশি তিনি শাসকদলকে আংগুল তুলে হুঁশিয়ারি দিয়ে বলেন এভাবে হামলা হুজ্জোতি করে দুর্বল করতে পারবে না তৃণমূল কংগ্রেসকে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। শাসক দল শুধু লুটপাটে ব্যস্ত। শারদ উৎসবের সময়ও তারা মানুষকে আনন্দ উপভোগ এবং উপলব্ধি করতে দিচ্ছে না। একটা তীব্র নিন্দা জনক বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য