স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : রাজধানীর আনন্দময়ী কালিবাড়িতে রোটারি ক্লাবের ফ্রী ডক্টর ক্লিনিকে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, আরএসি আগরতলা সেন্ট্রাল ও আরএসি আগরতলা সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিনামূল্যে একজন রোগীকে পরিষেবা প্রদান করলে যে আত্ম তৃপ্তি পাওয়া যায়, পয়সার বিনিময়ে পরিষেবা প্রদান করলে সেই আত্ম তৃপ্তি পাওয়া যায় না। মানুষের শরীরে রক্তের ঘাটতি দেখা দিলে সমস্যা হয়। রক্তের জন্য মুমূর্ষু রোগীর পরিবারের লোকজন এদিক ওদিক ছুটা ছুটি করে। রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত না থাকলে ডাক্তাররা অস্ত্র পচার করতে গিয়ে সমস্যায় পড়েন। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রাজ্য সরকার রক্ত সঞ্চালন পর্ষদ করেছে। রক্ত বেশিদিন মজুত রাখা যায় না।
ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি যেন দেখা না দেয় তার জন্য রক্ত সঞ্চালন পর্ষদ গঠন করা হয়েছে। নির্বাচনের সময় রক্তের সঙ্কট দেখা দেয়। তার জন্য প্রধানমন্ত্রী বারে বারে একদেশ এক নির্বাচনের কথা বলছেন। ত্রিপুরা রাজ্যে ১৪ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ১২ টি সরকারি ও ২ টি সরকারি। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ব্লাড সেপারেশন সেন্টারও রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শিবিরে এইদিন বহু রক্তদাতা সেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।