Thursday, December 26, 2024
বাড়িরাজ্যছেলে মেয়েরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থ রাখার চেষ্টা করছে...

ছেলে মেয়েরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থ রাখার চেষ্টা করছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : জাতীয় স্বাস্থ্য মিশন ও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সপ্তম পর্যায়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান শুরু হয় বৃহস্পতিবার। এইদিন রাজ্যভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে এইদিন কৃমিনাশক ঔষধ সহ বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও ঔষধ খাওয়ানো হয় শিশু এবং কিশোর কিশোরীদের।

১ থেকে ১৯ বছর বয়সি ছেলে-মেয়েদের এই অভিযানের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে স্বাস্থ্য দপ্তর থেকে। অনুষ্ঠানে ষষ্ঠ পর্যায়ে মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযান সঠিক ভাবে বাস্তবায়নের জন্য ঊনকোটি জেলাকে পুরস্কৃত করা হয়। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমান ছেলে মেয়েরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুস্থ রাখার জন্য এই প্রয়াস। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কোন কিছুই সম্ভব নয়। ছোট ছেলে মেয়েরা যদি ছোট থেকেই সুস্থ থাকে তবে তাদের পঠন-পাঠন ও সঠিক ভাবে চলবে। মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে মোট ৪০০ টি আসন রয়েছে বর্তমানে।

 ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কলেজ হবে কেউ কোন দিন ভাবে নি। কিন্তু ৫০ আসন নিয়ে রাজ্যে ডেন্টাল কলেজ শুরু হয়। সম্প্রতি ডেন্টাল কলেজের আসন ৫০ থেকে বৃদ্ধি করে ৬৩ টি করা হয়েছে। ডেন্টাল কলেজের পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল সন্তোষ প্রকাশ করেছে। রাজ্যে মেডিক্যাল হাব করার চেষ্টা করছে বর্তমান রাজ্য সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মা, বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আমবাসা পুরো পরিষদের চেয়ারপার্সন গোপাল সূত্রধর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য