স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে রেয়াল। পরে ভিনিসিউসের জাদুকরী ফুটবলে ৫-২ গোলে উড়িয়ে দেয় বরুশিয়া ডর্টমুন্ডকে।ইউরোপের সফলতম দলটির অসংখ্য ফিরে আসার গল্পে নতুন অধ্যায়ের পর ভিনিসিউসের তুলনীয় কিছু যেন পাচ্ছেন না আনচলেত্তি।“দ্বিতীয়ার্ধে ভিনিসিউস যে ফুটবলটা খেলেছে এটা খুবই বিরল। কেবল তিন গোলের জন্যই নয়, এটা তার দৃঢ়তার জন্য। সে অসাধারণ।”
“ভিনিসিউস সোমবার (ব্যালন দ’র) জিততে যাচ্ছে। আজ রাতে যা করেছে এর জন্য নয়, গত বছর যা করেছে সেটার জন্য। এই তিন গোল আগামী বছরের ব্যালন দ’রের জন্য হিসেবে আসবে। মাঠে সে দর্শকদের লক্ষ্যবস্তু হয়, কারণ সে পার্থক্য গড়ে দিতে পারে।”গতবারের ফাইনালে বরুশিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল রেয়াল। জার্মান ক্লাবের বিপক্ষে এবারের দেখায় পিছিয়ে থেকে বিরতিতে গেলেও কোনো শঙ্কায় পেয়ে বসেনি তাদের।আনচেলত্তি মনে করেন, এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য কী করা উচিত সেটা বোঝার মতো অভিজ্ঞতা ও পরিপক্বতা তার দলের আছে।
“আমরা (বিরতির সময়) শান্ত ছিলাম। আমরা ব্যবস্থায় পরিবর্তন আনি ও বিরতির পর আরও তীব্রতা নিয়ে খেলি। তিন গোলের কথা হয়তো কাল্পনিত শোনাত, তাই আমরা ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি, যেমন ভালোভাবে পাস দেওয়া, বল দখলের লড়াইয়ে জেতা। আমাদের খেলার গতির লড়াইয়ে জিততে হতো, সেখান থেকেই আমরা ম্যাচ জয়ের পথে এগিয়ে যাই।”“দ্বিতীয়ার্ধে যা করেছি, সেখান থেকে আমাদের শিখতে হবে। লক্ষ্য হবে ম্যাচটা ভালোভাবে শুরু করা এবং প্রতিপক্ষ আমাদের দুই গোল দেবে সেটার অপেক্ষা না করা। আমার মনে হয় না, আমরা ৯০ মিনিট দ্বিতীয়ার্ধের ওই একই তীব্রতা নিয়ে খেলে যেতে পারব। তবে আমরা ভারসাম্যপূর্ণ হতেই পারি।”