স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : কোনভাবেই রাজ্যে বন্ধ হচ্ছে না অনুপ্রবেশ। সীমান্ত রক্ষীদের ম্যানেজ করে বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে পা রাখছে বাংলাদেশী নাগরিক থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশের মানুষ। আগরতলা জিআরপি পুলিশের কাছে গোপন সূত্রের খবর ছিল বাংলাদেশী ও মায়ানমার থেকে কিছু নাগরিক রেল দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যেতে পারে।
সে অনুযায়ী সোমবার সকাল থেকে উৎপেতে বসে থাকে জিআরপি পুলিশ, আরপিএফ এবং বিএসএফ। তারপর বিকালে নাগাদ পাঁচজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করে কথাবার্তায় কিছু অসংলগ্নতা পায়। পুলিশ জানতে পারে ধৃত পাঁচজনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক এবং তিনজন মায়ানমারের বাসিন্দা। পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা।
ধৃতদের নাম রহিম উল্লা(২৬), বাড়ি মায়ানমার, এম ডি আইয়ুব (৪৫), বাড়ি মায়ানমার, হাসানারা বেগম (৩২), বাড়ি মায়ানমার, চান মিয়া (২৪), বাড়ি বাংলাদেশ এবং সব্বির হোসেন (২৪), বাড়ি বাংলাদেশ। ধৃত দুই বাংলাদেশি মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল, অপরদিকে তিন মায়ানমারের নাগরিক হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হতে রেল স্টেশনে এসেছিল। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বাংলাদেশী টাকা এবং মোবাইল ফোন। পুলিশ জানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কি কারনে তারা রেল দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে চেয়েছিল তার জন্য জোর জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি।