স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। মা লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠে প্রায় প্রতিটা পরিবার। শুদ্ধ পঞ্জিকা অনুযায়ী বুধবার সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিটে লক্ষ্মী পূজার তিথি শুরু হবে। গত দুদিন আগেই বাজারে এসে গেছে লক্ষ্মীর প্রতিমা। বাজারে লক্ষ্মীর প্রতিমা ক্রয় করা নিয়ে বেশ জমজমাট।
মঙ্গলবার সকাল থেকেই বাজারে লক্ষ্য করা গেছে মানুষের ভিড়। প্রতিমা ২০০ টাকা থেকে শুরু করে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার প্রতিমা রয়েছে। তবে ব্যবসায়ীদের মতে এ বছর বাজার মন্দা। কারণ প্রতিমার মূল্য অনেকটা বেড়েছে। গত আগস্ট মাসে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের মানুষ। যার কারণে প্রতিমা ক্রয় করতে গিয়ে কিছুটা হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। আরো জানান, এবছর আগরতলার বাজার গুলিতে মেলাঘর থেকে মূর্তি আমদানি করা যায় নি। কারণ বন্যায় মেলাঘরের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত। তাই স্থানীয় প্রতাপগড় এবং বেলা বরের মৃৎ শিল্পীদের কাছ থেকে প্রতিমা পাইকারি ক্রয় করা হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে প্রতিমা রয়েছে বাজারে। তবে মূল্য যাই হোক, ধনসম্পদের দেবী লক্ষ্মীকে আরাধনা করতে কেউ কোনরকম ত্রুটি রাখতে চাইছে না। বাজার মুখী হয়েছে নিম্ন মধ্যবিত্ত সব অংশের মানুষ।