স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : ১৯৮৮ সালে ১২ অক্টোবর বিলোনিয়া মহকুমা বীরচন্দ্র মনুতে দলীয় কার্যালয় খুলতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হত্যা হয়েছিলেন সিপিআইএম দলের ১৩ জন কর্মী সমর্থক ও দেহরক্ষী। শনিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে এর স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী।
তিনি শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে সেই কালো দিনের কথা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। তিনি বলেন তৎকালীন সময়ের মতো বর্তমানে আরো একটা কালো দিন চলছে। আজকে এই স্মরণ সভা বীরচন্দ্র মনু বাজারের শহীদ মিনারে পালন করার কথা ছিল। কিন্তু প্রশাসন থেকে অনুমতি পাওয়া যায়নি। সুতরাং, সরকারি মেশিনারি শক্তিকে কব্জা করে বর্তমান শাসক দলের সৃষ্ট ভয়ঙ্কর দিনে শহীদ মিনারে গিয়ে পর্যন্ত চোখের জল ফেলা যায় না।
এর থেকে উদ্বেগের আর কিছু হতে পারে না বলে জানান তিনি। তিনি আরো বলেন আগামী দিনে রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে নিয়ে লড়াই করতে হবে। আয়োজিত স্মরণ সভায় এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, রতন ভৌমিক সহ অন্যান্যরা।