স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : ধর্মীয় রীতি মেনে আগরতলার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল অষ্টমী ও নবমী পূজা। পাশাপাশি নবমী পূজার পর রীতি মেনে দেওয়া হয় মহিষ বলি। শহর ও শহরতলীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা নবমী পুজোয় অংশ নেন। সকলের সঙ্গে দুর্গা বাড়িতে মহানবমীর অঞ্জলি নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
দুর্গা বাড়িতে সম্পন্ন হয় বলি। এই বলী দেখার কোন উপক্রম ছিল না সাধারণের। বলি প্রদানের আগে সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। প্রদান করা হয় গার্ড অফ অনার। দুর্গা বাড়ির প্রধান পুরোহিত ও রাজ চন্তাইয়ের উপস্থিতিতে বলি প্রদান পর্ব সম্পন্ন হয়। একটি মহিষ বলী দেওয়া হয় নবমী পূজায়। বলি প্রদান শেষে মূল মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। দুর্গা বাড়ির পুরহিত জানান শনিবার সকালে হবে অভিক নবমী পূজা। তারপর হবে দশমী পূজা। দশমী পূজা শেষে ঘট চলে যাবে রাজ বাড়িতে। নারায়ন যাবে লক্ষ্মিনারায়ন বাড়িতে। পরে প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে।