Monday, May 19, 2025
বাড়িবিনোদনফিরিয়ে নেওয়া হল কোরিওগ্রাফার জানি মাস্টারের জাতীয় পুরস্কার

ফিরিয়ে নেওয়া হল কোরিওগ্রাফার জানি মাস্টারের জাতীয় পুরস্কার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ অক্টোবর:   নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগে আরও বিপাকে কোরিওগ্রাফার জানি মাস্টার। এবার তাঁর জাতীয় পুরস্কার ফিরিয়ে নেওয়া হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই কথা।

জানি মাস্টারের আসল নাম শেখ জানি বাসা। একাধিক তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভল্লি’ গানেরও তিনিই কোরিওগ্রাফার। জানির হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জয় হো’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘স্ত্রী ২’র মতো সিনেমা। খবর অনুযায়ী, ‘স্ত্রী ২’র জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিয়োগ্রাফি করেছেন তিনি।

প্রসঙ্গত, ২১ বছর বয়সি এক তরুণী জনি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জানি মাস্টার তাঁকে একাধিকবার নিগ্রহ করেছিলেন। যেহেতু তরুণী সেই সময় নাবালিকা ছিলেন, সেই কারণে পকসো আইনের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। জনি মাস্টারকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু পরে তিনি অন্তর্বতীকালীন জামিনে ছাড়া পান।

ধনুশ অভিনীত ‘থিরুচিত্রমবলম’ সিনেমায় কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার প্রাপক হিসেবে জনি মাস্টারের নাম ঘোষণা করা হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণপত্রও তাঁকে পাঠানো হয়েছিল। কিন্তু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেলের দেওয়া বিবৃতিতে জানানো হয়, যে অভিযোগ কোরিওগ্রাফারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত গুরুতর। সেই কারণে তাঁর জাতীয় পুরস্কার আপাতত ফিরিয়ে নেওয়া হল। পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার যে আমন্ত্রণ তাঁকে পাঠানো হয়েছিল। তা এই অভিযোগ প্রকাশ্যে আসার অনেক আগের। সেটিও নাকি ফিরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৮ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠান হওয়া কথা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!