স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : প্রেসক্রিপশন দেখে ভুল ঔষুধ দেওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল চার বছরের এক শিশু। আহত শিশুর নাম দেহিমা রিয়াং। ঘটনা ছৈলেংটায়। এই ঘটনা ঘিরে উত্তেজিত হয়ে উঠে শিশুটির পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে শিশুটির পরিবারের লোকজন ছৈলেংটা বাজারের সাহা মেডিকেল হলে গিয়ে ঔষধ ক্রয় করে। পরবর্তী সময় সেই ওষুধগুলি শিশুটিকে খাওয়ানোর পর অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে শিশুটিকে নিয়ে যাওয়া হয় ছৈলেংটা হাসপাতালে।
হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করেন। এদিকে শিশুদের পরিবারের লোকজন গিয়ে ঔষধের দোকানের এক কর্মীকে মারধর করে। এ বিষয়ে ওষুধের দোকানের মালিক টোটন সাহা জানান, তার দোকানের কর্মী তিনটি ওষুধের মধ্যে দুটি ওষুধ ভুল দিয়েছিল। তখন তিনি দোকানে ছিলেন না। পরবর্তী সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ার পর জানতে পারে প্রেসক্রিপশনের মধ্যে চিকিৎসকের লেখা বুঝতে না পেরে তার দোকানের কর্মী দুটি ঔষধ ভুল দিয়েছিল। তার অভিযোগ শিশুটির পরিবারের লোকজন তার কর্মীকে মারধর করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানায় ওষুধের দোকানে মালিক টোটন সাহা।