স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : শিশু শ্রম বর্তমানে রাজ্যে মারাত্মকভাবে বেড়ে চলেছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শিশু শ্রম সামনে উঠে আসে। একই সাথে আগরতলা শহরের মধ্যে রাস্তার পাশে শিশুরা অবহেলার শিকার হচ্ছে। শহরে রাস্তার পাশে থাকা শিশুদের ঠিকানা নেই। তারা তাদের মা বাবার সাথে রাস্তার পাশেই থাকছে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের সিটি সেন্টার, আইজিএম চৌমুহনী, বটতলা ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তারা দিন কাটায়।
মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে যা উপার্জন করে সেটা দিয়ে পেট চলছে। আর এই মুহূর্তে ঘটা করে সরকারি অনুষ্ঠানের নজির গড়ছে শিশু সুরক্ষা কমিশন। রাস্তা থেকে শিশুদের হোমে পর্যন্ত নিয়ে যাওয়ার কোন উদ্যোগ নেই তাদের। কিন্তু বৃহস্পতিবার সাংবাদিক ডেকে ফটো সেশন করতে ভুল করেনি শিশু সুরক্ষা কমিশন। এদিন
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় এক কর্মশালার অনুষ্ঠিত হয়। রাজধানীর শহিদ ভগৎ সিং যুব আবাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ও চাইল্ড লেবারের উপর এই সেমিনার কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। কর্মশালায় আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন জুভেনাইল জাস্টিস এক্ট ২০১৫ সাথে তৈরি করা হয়। এবং ২০১৬ সালের জানুয়ারি মাসে এই অ্যাক্ট লাগু করা হয়। শিশুরা কোন অপরাধ করলে তাদের বিচার অন্যদের ন্যায় না করে শিশুদের মতো করে করার জন্য এই অ্যাক্ট লাগু করা হয়েছে।