Friday, January 3, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে ধর্নায় বসলো গ্রামবাসী

রাস্তা সংস্কারের দাবিতে ধর্নায় বসলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : রাস্তা সংস্কারের দাবিতে ধর্নায় বসলো সালেমা আর ডি ব্লকের কচুছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী । আজ বুধবার আমবাসা কমলপুর বিকল্প সড়কের পাশে অবস্থিত  কচুছড়া কলোনী এলাকায় রাস্তার পাশে অবরোধে বসে এলাকাবাসী। এলাকাবাসীর তরফে প্রদীপ কুমার রিয়াং, রাজু রিয়াং, দিলীপ নমশূদ্র জানান  দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে আমবাসা হইতে কমলপুর যাবার যে বিকল্প সড়ক রয়েছে সেই রাস্তাটি ভগ্ন দশা পরিণত হয়ে রয়েছে।

বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজরে রাস্তা সংস্কারের বিষয়টি এলাকাবাসী নিয়ে গেলেও আজ পর্যন্ত সংস্কার হয়নি এই রাস্তা। বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে রাস্তাটি। সম্পূর্ণ রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। আর বৃষ্টির জলে গর্ত গুলি পরিপূর্ণ হয়ে রয়েছে। যার ফলে এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি যানবাহন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। এলাকাবাসীরা জানান চলতি মাসের ১২ তারিখ রাস্তা সংস্কারের দাবি নিয়ে উনারা পথ অবরোধ করেছিলেন। তখন সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক রা অতিসত্বর রাস্তা সংস্কার করে দেবার আশ্বাস প্রদান করে। তখন সময় সালেমা আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধ স্থলে এসে আশ্বাস দিয়েছিলেন দু সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করার কাজ শুরু হবে। আজ ছিল দু সপ্তাহ সময়ের শেষ দিন। সংস্কারের কাজে হাত না লাগানো এলাকাবাসিরা আজ রাস্তার পাশে ধর্নায় বসে। তাদের একটি দাবি যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কারে হাত লাগানো না হবে ততদিন পর্যন্ত রাস্তার পাশে ধর্নায় বসে থাকবেন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর এলাকাবাসীর কথা চিন্তা করে কবে নাগাদ রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য