স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : মায়ের কাছে টাকা চেয়ে টাকা না পাওয়ায় পাষণ্ডপুত্র রক্তাক্ত করল মাকে। অসহায় মায়ের নাম সন্ধ্যা ঋষি দাস। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে আড়ালিয়ায়। রক্তাক্ত মায়ের চিকিৎসা চলে আগরতলার জিবি হাসপাতালে। অভিযুক্ত পাসন্ড পুত্রের নাম বিকাশ ঋষি দাস।
জানা যায়, আড়ালিয়া এলাকার বাসিন্দা নারায়ণ ঋষী দাসের বড় ছেলে বিকাশ ঋষি দাস প্রতিনিয়ত টাকার জন্য সৃষ্টি করে তার মা সন্ধ্যা ঋষি দাসের ওপর। মায়ের কাছে টাকা চেয়ে না পেলেই পাষণ্ড পুত্র বিকাশ ঋষি দাস মারধর করে তার গর্ভধারিনী মা সন্ধা ঋষী দাস কে। এমনই অভিযোগ অসহায় মা সন্ধ্যা ঋষি দাসের। বৃহস্পতিবারের ঘটনাটাও ব্যতিক্রম ছিল না। কিছুদিন আগেই মায়ের কাছ থেকে ৭০ হাজার টাকা জোর করে নিয়ে যায় এই পাষণ্ড ছেলে বিকাশ ঋষি দাস। বৃহস্পতিবার বড় ছেলে বিকাশ আবারো টাকার জন্য চাপ সৃষ্টি করে তার মায়ের উপর।
টাকা না দেওয়ায় বিকাশ তার জন্মদাত্রী মাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। কপালে আঘাত করে ইট দিয়ে। এতে কপাল ফেটে যায় সন্ধ্যা ঋষি দাসের। বেঁধে রাখে হাত-পা। প্রতিবেশীরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় অসহায় মা সন্ধ্যা রানী ঋষি দাস কে উদ্ধার করে আগরতলার জি বি হাসপাতালে নিয়ে আসে। গোটা ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পাষণ্ডপুত্র বিকাশ ঋষি দাস কে গ্রেপ্তারের দাবি উঠেছে স্থানীয়দের তরফে। এবারে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার।