Tuesday, January 14, 2025
বাড়িরাজ্য৪৭ টি ভোট পেয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন রাজীব ভট্টাচার্য

৪৭ টি ভোট পেয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : প্রত্যাশিতভাবে ৪৭ টি ভোট পেয়ে রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য। সিপিআইএম মনোনীত প্রার্থী সুধন দাস পেয়েছেন দশটি ভোট। ৬০ টি ভোটের মধ্যে ৫৭ টি ভোট পড়েছে। ভোটদান থেকে বিরত ছিলেন কংগ্রেসের তিন বিধায়ক।

তারপর রাজীব ভট্টাচার্য গণনা কেন্দ্র থেকে বের হয়ে আসার পর তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, কৃষি মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী বিকাশ দেববর্মা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। জয়ী রাজীব ভট্টাচার্য জানান, ৬০ টি ভোটের মধ্যে ৫৭ টি ভোট পড়েছিল এদিন। এরমধ্যে তিনি জোট শরিক আই পি এফ টি এবং তিপরা মথার বিধায়কদের ভোট নিয়ে প্রত্যাশিতভাবে ৪৭ টি ভোট পেয়েছেন। বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথার সমস্ত বিধায়করা তাঁকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আস্থা রেখেছিল। সবচেয়ে বড় বিষয় হলো তারা বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে, আগামী দিন সরকারের কাজ আরো বেশি ত্বরান্বিত করতে পার্লামেন্টে তিনি বড় ভূমিকা পালন করবেন বলে জানান। তবে এদিন ফলাফল প্রকাশ হওয়ার পর স্পষ্ট হয়েছে কোন ক্রস ভোটিং হয়নি। উল্লেখ্য লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী হওয়ার পর সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য সভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকে রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র আসনটি শূন্য ছিল। সেই শূন্য আসনে স্থালাভিসিক্ত হলেন রাজিব ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য