Friday, November 22, 2024
বাড়িখেলা‘২ মাসের জন্য’ ছিটকে গেলেন সেবাইয়োস

‘২ মাসের জন্য’ ছিটকে গেলেন সেবাইয়োস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ সেপ্টেম্বর: চলতি মৌসুমে রেয়ালের খেলা পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে সুযোগ পান সেবাইয়োস। আতালান্তার বিপক্ষে ২-০ গোলে জেতা উয়েফা সুপার কাপের ম্যাচে তাকে মোটে এক মিনিট খেলান কোচ কার্লো আনচেলত্তি। পরে লা লিগায় রেয়াল ভাইয়াদলিদ ম্যাচে সুযোগ পান পাঁচ মিনিট খেলার। ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল রেয়াল।সবশেষ রেয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে জেতা রোববারের ম্যাচে সেবাইয়োসকে শুরুর একাদশে রাখেন আনচেলত্তি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে রেয়াল সোমবার জানায়, ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে ২৮ বছর বয়সী সেবাইয়োসের। লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি।তার সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি রেয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সেবাইয়োসকে। গত মৌসুমের শুরুতেও চোট হানা দেয় সেবাইয়োসের শরীরে। হ্যামস্ট্রিং সমস্যায় পুরো প্রাক-মৌসুম ও মূল মৌসুমের প্রথম এক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। পরে পেশির অস্বস্তি নিয়ে ফের এক মাসের জন্য ছিটকে পড়েন তিনি।২০২৩-২৪ মৌসুমে রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেন সেবাইয়োস। সব মিলিয়ে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ১৫০ ম্যাচ খেলা স্প্যানিশ মিডফিল্ডারের নামের পাশে ৭ গোলের সঙ্গে অ্যাসিস্ট আছে ১৪টি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য