স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ নভেম্বর: বুখারেস্টে গত শুক্রবার নেশন্স লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে কসোভো মাঠ ছাড়ায় বুধবার রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী শ্লোগান দেয় বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া।
বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআরএফ) ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।দলের সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।