Friday, December 6, 2024
বাড়িখেলাম্যাচ শেষের আগে কসোভো মাঠ ছাড়ায় জয়ী রোমানিয়া

ম্যাচ শেষের আগে কসোভো মাঠ ছাড়ায় জয়ী রোমানিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ নভেম্বর:   বুখারেস্টে গত শুক্রবার নেশন্স লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে কসোভো মাঠ ছাড়ায় বুধবার রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী শ্লোগান দেয় বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া।

বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআরএফ) ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।দলের সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য