Monday, May 26, 2025
বাড়িখেলাধারে আর্সেনালে স্টার্লিং, চেলসিতে স্যানচো

ধারে আর্সেনালে স্টার্লিং, চেলসিতে স্যানচো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ আগস্ট: আরেকটি বড় পরিবর্তনে ব্রেন্টফোর্ড ছেড়ে সৌদি আরবের ফুটবলে চলে গেলেন আইভান টনি। ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে ৪ কোটি পাউন্ডে দলে নিল আল আহলি। ২০২১ সালে ব্রেন্টফোর্ডের প্রিমিয়ার লিগে উঠে আসায় বড় ভূমিকা রেখেছিল টনির পারফরম্যান্স।স্টার্লিংয়ের জন্য নতুন ঠিকানা খোঁজা অনেকটা অবধারিতই হয়ে উঠেছিল। এন্টসো মারেস্কা চেলসির কোচ হয়ে আসার পর এই উইঙ্গার ব্রাত্য হয়ে পড়েন দলে। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে সব ম্যাচে খেলানো হলেও মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগের জন্য স্কোয়াডেই রাখা হয়নি তাকে। অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে তাকে আলাদা অনুশীলনে পাঠানো হয়।

কোচ মারেস্কা তখন বলেছিলেন, “আমি বলছি না যে, সে ভালো ফুটবলার নয়। তবে আমি পছন্দ করি ভিন্ন ঘরানার উইঙ্গার। রাহিমকে আমি বলেছি যে, আমাদের দলে মাঠে নামার যথেষ্ট সুযোগ সে পাবে না।”ধারে আর্সেনালে যেতে পেরে তাই স্বস্তিই পাওয়ার কথা স্টার্লিংয়ের। কোচ মিকেল আর্তেতার সঙ্গেও তার সংযোগ পুরোনো। ম্যানচেস্টার সিটিতে নিজের সেরা মৌসুম যখন কাটিয়েছিলেন তিনি, তখন দলের সহকারী কোচ ছিলেন আর্তেতা।

স্যানচো যাযাবর জীবন কাটাচ্ছেন আগে থেকেই। ২০২১ সালে সাড়ে ৮ কোটি পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি। এরিক টেন হাগ কোচ হয়ে আসার পর এই কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে আরও নড়বড়ে হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে তাকে ধারে পাঠানো হয় পুরোনো দল বরুশিয়া ডর্টমুন্ডে। এবার তার নদুন অধ্যায় চেলসিতে।উল্লেখযোগ্য দলবদল আছে আরও। আর্সেনালের যুব দল হয়ে ২০১৭ সালে মূল দলে জায়গা পাওয়া এডি এনকেটিয়া ছিন্ন করেছেন এই বন্ধন। ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে ৩ কোটি পাউন্ডে দলে নিয়েছে ক্রিস্টাল প্যালেস।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আরও লম্বা সময়ের সম্পর্ক চুকিয়ে ফেলেছেন স্কট ম্যাকটমিনে। সেই পাঁচ বছর বয়সে যে ক্লাবে পা রেখেছিলেন স্কটিশ এই মিডফিল্ডার, সেই আঙিনা ছেড়ে যাচ্ছেন তিনি। সাড়ে তিন কোটি ইউরোতে তিনি নাম লিখিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে আগ্রহী ছিল ফুলহ্যাম ও এভারটন। তবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে তিনি যেতে চাননি।আগেই জানা গিয়েছিল, পিএসজি থেকে মানুয়েল উগার্তে যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। উরুগুয়ের ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে ৫ কোটি ইউরোতে ৫ বছরের জন্য দলে নেওয়া নিশ্চিত করেছে ইউনাইটেড।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!