Saturday, May 24, 2025
বাড়িরাজ্যবিলোনিয়া ত্রাণ ও নগদ অর্থ বিলি

বিলোনিয়া ত্রাণ ও নগদ অর্থ বিলি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট। : বিলোনিয়ার ভুমিপুত্র সাংবাদিক প্রণব সরকারের উদ্যোগে আজ বিলোনিয়ার বন্যা ত্রাণ ও নগদ অর্থ বিলি করা হয়। গাড়ী বোঝাই করে খাদ্য সামগ্রী শিবিরে আশ্রিতদের মধ্যে বিলি করা হয়। এছাড়া নগদ ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয় পুর পরিষদের চেয়ারম্যানের হাতে। প্রত্যন্ত এলাকায় এই অর্থ বিলি করা হবে। এছাড়া খাদ্য সামগ্রী বি কে আই ও  গেনদা স্কুলে বিতরণ করেন। এই ত্রাণ বন্টনে সহায়তা করেন বিভিন্ন সংস্থা।

 এগুলোর মধ্যে রয়েছে সানি  সাহা , রয়েছে শিশুর এলা মনি, । এছাড়া রয়েছে তুলসী বতী এলামনি। তারা দিয়েছে নগদ ১০ হাজার টাকা। পরে আরো ত্রাণ সামগ্রী শ্রী সরকার  মহকুমার সাংবাদিকদের হাতে তুলে দেন ।তারা পরবর্তী সময়ে এগুলো প্রত্যন্ত এলাকাতে বিলি করবেন। পরে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে সেই সরকার জানিয়েছেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিলোনিয়া। বিলোনিয়ার ছেলে হিসাবে পাশে থাকা এই মুহূর্তে খুব জরুরী। প্রয়োজনে আরও প্রাণ সামগ্রী পাঠানো হবে বলে  সরকার আশ্বাস দিয়েছেন। শ্রী সরকারের সাথে ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান নিখিল গোপ, সমাজসেবী গৌতম সরকার , পুর পারিষদ অনুপম  চক্রবর্তী, নিউ স্টুডেন্ট কর্ণধার সুরজিৎ পাল, শিশু বিহার এলামনির পক্ষে অর্ঘ্য ভট্টাচার্য প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!