Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবিধায়কের নেতৃত্বে রক্তাক্ত মহিলা, বিধায়কের পদত্যাগের ও গ্রেফতারের দাবি করে পথ অবরোধ...

বিধায়কের নেতৃত্বে রক্তাক্ত মহিলা, বিধায়কের পদত্যাগের ও গ্রেফতারের দাবি করে পথ অবরোধ করল বক্সনগরবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :পশ্চিমবঙ্গে আর জি কর ঘটনা ঘিরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি উঠছে, সে সময় ত্রিপুরা রাজ্যে এক বিধায়কের নির্দেশে রক্তাক্ত হলেন মাতৃ শক্তি। এই ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে বক্সনগর স্থিত ভেলুয়ারচর পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান নিয়ে এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন মোটা অংক রফাদফা করেছিলেন। সেটা মেনে নিতে পারেনি গ্রামবাসী। তারপরই ঘটলো এই ঘটনা।

এলাকার পুরুষ, মহিলা উভয় অংশের মানুষের বক্তব্য, মঙ্গলবার ভেলুয়ারচর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের শপথ ছিল। পঞ্চায়েত সদস্যদের পক্ষ থেকে ৪ নং ওয়ার্ডের জয়ী প্রার্থী মিনতি সরকার দেবের নাম প্রধানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং গোটা গ্রামবাসী মিনতি সরকার দেবের নাম প্রধান হিসেবে সমর্থন করেছিল। কিন্তু এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন সবকিছু ম্যানেজ করে প্রধান মনি বর্মন এবং উপপ্রধানও উনার নিজের লোককে করার চেষ্টা করে। তখন এর প্রতিবাদ করলে মিনতি সরকার দেবের সাথে থাকা লক্ষ্মী রানী দেবকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে রক্তাক্ত করেন দুর্বৃত্তরা। এবং সেটা বিধায়কের সামনেই ঘটেছে। অভিযোগ বিধায়ক নির্দেশ দেওয়ার পরই সেখানে থাকার মিনতি সরকার দেব এবং লক্ষ্মী রানী দেবকে মারধর করা হয়। যারা মারধর করেছে তারা হলেন বিধায়কের সঙ্গপাঙ্গরা। পরবর্তী সময়ে এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে এবং টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি জানায় বিধায়ক তোফাজ্জল হোসেনের পদত্যাগ করতে হবে। তোফাজ্জল হোসেন কে তারা চায় না। তিনি এভাবে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কাজে জড়িত। এলাকার জনগণের কথা ওনার কাছে মূল্য নেই। তিনি রক্ষক থেকে ভক্ষক হয়ে গেছেন।

 আরো অভিযোগ, তারা অবরোধ করার পর বিধায়ক ফোন করে হুমকি দেয় যদি দ্রুত অবরোধ প্রত্যাহার না করে তাহলে বিধায়ক তার সঙ্গপাঙ্গদের দিয়ে বক্সনগর থানায় থেকে পুলিশ ডেকে মিথ্যা মামলায় জড়িয়ে দেবে। তাই এই বিধায়ককে তারা চায়না বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরো বলেন, তারা সকলে শাসক দলের কর্মী সমর্থক। বিধায়ক দ্বারা এ ধরনের দুঃশাসন চায়না এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন অভিযুক্ত বিধায়ক এবং তার সঙ্গপাঙ্গরা। বক্সনগর থানার পুলিশও তাদের কথায় উঠে বসে। অবিলম্বে বিধায়ককে পদত্যাগ করিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে বলে জানান মহিলারা। এদিকে আহত লক্ষী রানী দেবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মহিলার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে রেফার করে বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসা সাড়া না দেওয়ায় সাথে সাথেই রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য