স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ আগস্ট: বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে মঙ্গলবার সকালে মলদোভার রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারান জোকোভিচ।অলিম্পিকসে সোনা জিতে ক্যারিয়ারের একটি অপূর্ণতা ঘোচানোর তিন সপ্তাহ পর পরবর্তী বড় লক্ষ্যে ছোটা শুরু হলো তার। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকাকে হাতছানি দিয়ে ডাকছে ইতিহাস। আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলে ছেলে-মেয়ে মিলিয়েই টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এককভাবে হয়ে যাবে তার। পেছনে পড়ে যাবেন ২৪টি জয়ী মার্গারেট কোর্ট।
সেই অভিযানে সেরা ছন্দে ছিলেন না তিনি। ডাবল-পল্ট করেন ১০ বার, আনফোর্সড এরর ৪০টি। সার্ভ মাঝেমধ্যেই হলো এলোমেলো। তবু তাকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারেননি আলবোত।এই জয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ছাদের নিচে ৭৮টি ম্যাচ জিতে রাজার ফেদেরারের রেকর্ড নিজের করে নিলেন জোকোভিচ। সব কোর্ট মিলিয়ে ইউএস ওপেনে তার জয় হয়ে গেল ৮৯টি। এখানে তার জয় সংখ্যা হয়ে গেল ফেদেরারের সমান। জিমি কনর্সের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর ৯ জয়।