Saturday, December 21, 2024
বাড়িরাজ্য৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হবে তৃতীয় শারদ সম্মেলন

৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হবে তৃতীয় শারদ সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : আগরতলা পুর নিগম ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে বিগত বছরের মত এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলছে শহর দক্ষিনাঞ্চল ভিত্তিক তৃতীয় শারদ সম্মান। সোমবার ৩৯ নং ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথা জানান অলক রায়। এদিন মেয়র এর হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের।

এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মন্ডপ সজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খলপুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার। সাথে দেওয়া হবে সেরার সেরা পুরস্কার।

৩৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিনাঞ্চলের সমস্ত রেজিস্টার ভুক্ত ক্লাব, সংস্থা এবং পুজো কমিটি গুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়েছে। বিগত দুই বছরের মত এবছরও এই শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া প্রত্যাশা করছে ৩৯ নং ওয়ার্ড। তবে ওয়ার্ড এলাকা থেকে দাবি উঠছে স্বচ্ছতার মাধ্যমে যাতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য