Sunday, May 18, 2025
বাড়িরাজ্যপ্রানী সম্পদ বিকাশ দপ্তরের মোট ক্ষতি হয়েছে ২৩.৫০ কোটি টাকা

প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মোট ক্ষতি হয়েছে ২৩.৫০ কোটি টাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : প্রাথমিক তথ্য অনুযায়ী বন্যার ফলে সমগ্র ত্রিপুরা রাজ্যে প্রানি সম্পদ বিকাশ দপ্তরের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে প্রানি সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার বলেন বন্যার ফলে ১ হাজার ৪৫৪ টি গরুর মৃত্যু হয়েছে। শুকর ও ছাগল ১ হাজার ৩৮২ টির মৃত্যু হয়েছে। হাস, মুর্গির মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৫০০ টির। ফার্মের পরিকাঠামো নষ্ট হয়েছে ৯ টির। পশু ও পোল্ট্রি ফার্ম ২ হাজার ৮৩৭ টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশু খাদ্য নষ্ট হয়েছে ১০ টন। পশু খাদ্যের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হেক্টর। সব মিলিয়ে ক্ষতি হয়েছে ১৬.৮৫ কোটি টাকা।

এছাড়াও ঔষধ, ভ্যাক্সিন ইত্যাদি ক্ষতি হয়েছে ৬.৬৫ কোটি টাকার। সব মিলিয়ে মোট ক্ষতি হয়েছে ২৩.৫০ কোটি টাকা। বন্যা পরিস্থিতিতে সমগ্র রাজ্যে পশুর জন্য ১৪৮ টি শিবির খোলা হয়েছে। বর্তমানে ৮ হাজার ৫৮১ টি গরু রিলিফ ক্যাম্পে রয়েছে। বিনামূল্যে ইতিমধ্যে ২২.১ টন পশু খাদ্য ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। সমগ্র রাজ্যে ইতিমধ্যে ১৩৬ টি পশু চিকিৎসা শিবির করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পশু পালকদের মুখ্যমন্ত্রী প্রানি সম্পদ বিকাশ যোজনা প্রকল্পে প্রাথমিক ভাবে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাড়ায়। তাই বন্যা পরবর্তী পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় পশু চিকিৎসকদের দিয়ে শিবিরের ব্যবস্থা করার পাশাপাশি পশু পালকদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও আরও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলন জানান দপ্তরের সচিব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!