স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : বন্যা কবলিত বিশালগড় থানা। বন্যার জল ঢুকে পরে বিশালগড় থানা, মহিলা থানা ও পুলিশ কর্মীদের থাকার ব্যারেকে। ইতিমধ্যে বন্যার জল নেমে গেলেও কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে থানা সহ পুলিশ কর্মীদের থাকার ব্যারেকে। শুক্রবার বন্যা কবলিত বিশালগড় থানা পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার। বিশালগড় থানার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
বন্যা কবলিত বিশালগড় থানা ঘুরে দেখার পর সিপাহীজলা জেলার পুলিশ সুপার জানান ইতিমধ্যে থানা থেকে বন্যার জল নেমে গেছে। তবে থানার অভ্যন্তরে কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এই গুলি পরিষ্কার করার জন্য জেলা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে একটি ও দমকল বাহিনী থেকে একটি জলের গাড়ি প্রেরন করা হবে। জল দিয়ে থানার কাদা পরিষ্কার করা হবে। এছাড়াও পুলিশ কর্মীদের থাকার ব্যারেকের কিছুটা ক্ষতি হয়েছে। দ্রুত পুলিশ কর্মীদের ব্যারেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।