স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ আগস্ট: ভয়াবহ দুর্ঘটনা লাদাখে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। সৌভাগ্যবশত ঘটনাস্থলের কাছেই টহল দিচ্ছিল সেনাবাহিনী। তাঁদের উদ্যোগে প্রাণে বাঁচেন ২৭ জন যাত্রী।
জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন স্কুলের কর্মীরা। পথে দুরবুকের কাছে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলের কাছে থাকা সেনাবাহিনী খবর পেয়ে নামে উদ্ধারকাজে। ২৭ জন যাত্রীকে উদ্ধার করেন সেনা জওয়ানরা। তাঁদের মধ্যে ছিল বেশ কয়েকজন শিশুও। তবে দুর্ঘটনার জেরে ৭ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতাল ও টাংস্টের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সেনার হেলিকপ্টারও নামানো হয়।
জানা গিয়েছে, আহতদের মধ্যে ২২ জন যাত্রীকে লেহর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় স্থানীয়দের দাবি, দুরবুকের কাছে দুর্ঘটনার পর নিচ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন যাত্রীরা। সেই চিৎকার শুনে প্রথমে ছুটে যান স্থানীয়রা। তবে বাসটি অত্যন্ত নিচে পড়ে যাওয়ায় স্থানীয়দের তরফে কিছুই করা সম্ভব হয়নি।
এর পর তড়িঘড়ি খবর পাঠানো হয় সেনাকে। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। স্থানীয়দের দাবি, সেনার তৎপরতায় এতগুলি মানুষকে বাঁচানো সম্ভব হল। নাহলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।