Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যস্থগিত করা হলো এন ই সি -র বৈঠক

স্থগিত করা হলো এন ই সি -র বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : অনিবার্য কারণবশত আগরতলা হতে যাওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী ৩০ আগস্ট এবং ৩১ আগস্ট আগরতলা এই বৈঠক হওয়ার কথা ছিল। ত্রিপুরা রাজ্যে প্রথমবার এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপস্থিতিতে এ বছর হওয়ার কথা ছিল। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্তবর্তী বিষয় সহ রাজ্যগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিষয়ে এই বৈঠকে উপস্থাপন করা হয়। কিন্তু কোন এক অনিবার্য কারণবশত এই প্রশ্ন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য