স্যন্দন ডিজিটাল ডেস্ক।। ২১ আগস্ট : দুই ক্লাবের পক্ষ থেকেই বুধবার খবরটি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে যদিও কারো পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর, অঙ্কটা প্রায় চার কোটি ২০ লাখ ইউরো।আতলেতিকোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন গ্যালাঘার, স্প্যানিশ ক্লাবটিতে খেলবেন ২০২৯ সাল পর্যন্ত।আট বছর বয়সে চেলসিতে যোগ দিয়ে প্রায় এক যুগ এর যুব দলে খেলেন গ্যালাঘার। পরে একে একে শার্লটন অ্যাথলেটিক, সোয়ানসি সিটি, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও ক্রিস্টাল প্যালেসে খেলেন তিনি।
অবশেষে ২০২২ সালের অগাস্টে চেলসির মূল দলে অভিষেক হয় তার। সেই থেকে লন্ডনের ক্লাবটির হয়ে ৯৫ ম্যাচ খেলে ১০টি করে গোল ও অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী ফুটবলার।চলতি মৌসুম শেষেই চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তাই ফ্রি ট্রান্সফারে ছাড়তে যেন না হয়, সেজন্যই গ্যালাঘারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও আলো ছড়িয়েছেন গ্যালাঘার। ২০২১ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০২২ বিশ্বকাপ ও এবছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসহ দেশের হয়ে এখন পর্যন্ত মোট ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের চুক্তির অংশ হিসেবে আতলেতিকো থেকে চেলসিতে পাড়ি জমাবেন জোয়াও ফেলিক্স। ছয় বছরের চুক্তিতে পর্তুগিজ স্ট্রাইকারকে পেতে কী পরিমাণ অর্থ গুণতে হবে চেলসির, তা অবশ্য এখনও জানা যায়নি।