Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যসাই -এর বিদায় চাইছে মানুষ, পরিষেবার মান উন্নত না হলে অনির্দিষ্টকালের জন্য...

সাই -এর বিদায় চাইছে মানুষ, পরিষেবার মান উন্নত না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট সংগঠিত করবে বলে হুশিয়ারি 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিদায় চাইছে কৈলাশহর বাসী। পুনরায় ফিরে আসুক ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। কারণ বর্তমানে সাই কম্পিউটার লিমিটেডের জন্য বিদ্যুৎ পরিষেবার মান কৈলাশহরে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অবিলম্বে পরিষেবার মান উন্নত না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে কৈলাসহর বাসী। সোমবার বিদ্যুৎ নিগমে ডেপুটেশনের পর এমনটাই জানিয়েছেন কৈলাশহরের নাগরিক ফোরাম।

কৈলাসহরের নাগরিক ফোরামের এক প্রতিনিধি দল সোমবার দুপুরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সরকারী ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ বসুর কাছে কৈলাসহরের বিদ্যুৎ বিভাগের অফিসে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে কৈলাসহরের জনগণের অভিযোগ তোলে ধরা হয়েছে। নাগরিক ফোরাম টি.এস.ই.সি.এল-কে সমস্যাগুলি সমাধানের জন্য এবং এই অঞ্চলে যথাযথ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ডেপুটেশনকারীরা সাই কম্পিউটার পরিচালিত বিদ্যুৎ সংস্থার সাথে নিয়মিত বৈঠক করে পরিষেবার মান উন্নয়নের জন্যও দাবি জানিয়েছে। নাগরিক ফোরাম সতর্ক করেছে যদি বেসরকারি বিদ্যুৎ সংস্থা তাদের বিদ্যুৎ পরিষেবার মান অনতি বিলম্বে উন্নত করতে ব্যর্থ হয়, তাহলে তারা কৈলাসহরে একদিনের প্রতিকী ধর্মঘট ডাকতে বাধ্য হবে। তাতেও পরিষেবার মান উন্নত না হলে অনির্দিষ্টকালের জন্য কৈলাসহর বনধের ডাক দেওয়া হবে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের বিশিষ্ট সদস্য প্রাণতোষ রায়, দেবেশ সিনহা, অসীম পাল, পার্থ দেবনাথ, সুদীপ নাথ, রত্নপ্রদীপ চক্রবর্তী, মাধব পাল, এবং ভাস্কর ঘোষ অধিকারী। ম্যানেজিং ডিরেক্টর,অভিজিৎ বসু প্রতিনিধিদলকে আশ্বাস দেন যে, তিনি অভিযোগের সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন। আরো বলেন, বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিদায় চাইছে মানুষ। পুনরায় ফিরে আসুক ত্রিপুরা টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড পরিষেবা। কারণ বর্তমানে বিদ্যুৎ পরিষেবার মান কৈলাশহরে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অবিলম্বে পরিষেবার মান উন্নত না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে কৈলাসহর বাসী। প্রতিনিধি দলের এ ধরনের বিস্ফোরক মন্তব্য করার কারণ হলো দীর্ঘদিন ধরে পরিষেবা সঠিকভাবে দিতে পারছে না সাই কম্পিউটার লিমিটেড। রাজ্য সরকার এই সংস্থার হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়ার পর থেকেই এ ধরনের নগ্ন বিদ্যুৎ পরিষেবা মানুষকে উপহার দিয়েছেন সাই কম্পিউটার লিমিটেড। বিভিন্ন সময় মানুষ রাস্তা অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে। বিষয়টি সরকারের দৃষ্টিতেও রয়েছে। কিন্তু উদাসীন দপ্তরের অভিভাবক এবং সাই কম্পিউটার লিমিটেড! তাই এবার বিদ্যুৎ সংস্থার বিদায় জানাতে চাইছে মানুষ। কারণ এই সংস্থা কৈলা শহরে বিদ্যুৎ পরিষেবা দিলেন মানুষের দুর্ভোগ কমবে না, বাড়বে। এমনটাই মনে করছে শহরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য