Wednesday, January 15, 2025
বাড়িখেলাচেলসিতে স্টার্লিংয়ের ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা

চেলসিতে স্টার্লিংয়ের ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ আগস্ট: রাহিম স্টার্লিংয়ের ভবিষ্যৎ ঘিরে হঠাৎ জেঁকে বসা অনিশ্চয়তা দ্রুতই আরও প্রকট হয়েছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরুর দিনে চেলসির স্কোয়াডেই জায়গা হয়নি তার। এতে এই ইংলিশ মিডফিল্ডারের স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যাওয়ার গুঞ্জনটাও ডালপালা মেলতে শুরু করেছে।প্রাক-মৌসুমে চেলসির ছয় ম্যাচের সবগুলোই খেলেন স্টার্লিং। সেই তাকেই রোববার সিটির বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে স্কোয়াডে রাখেননি কোচ এনজো মারেসকা। এই ইতালিয়ানের কোচিংয়ে এটাই চেলসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

গত জুনে দায়িত্ব নেওয়া মারেসকা কদিন আগেও স্টার্লিংকে তার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মন্তব্য করেছিলেন। সিটির বিপক্ষে ম্যাচের পর তিনি বললেন, স্টার্লিংয়ের স্কোয়াডে না থাকাটা কেবলই ‘টেকনিক্যাল সিদ্ধান্ত।’নিজ দলে স্টার্লিংয়ের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি মারেসকা অবশ্য এটাও বলেন যে, স্কোয়াডের আকার বড় হওয়ার কারণে কিছু খেলোয়াড়কে চলে যেতে হতে পারে।“(স্টার্লিংকে দলে না রাখা প্রসঙ্গে) আমি শুধু এটুকুই বলতে পারি, এটা একটা কৌশলগত সিদ্ধান্ত এবং পরদিন বসে আমরা এই বিষয়ে পরিষ্কার ধারণা দিব। এর চেয়ে বেশি কিছু না।”“এখানে সব খেলোয়াড়ের জন্যই বিষয়টা একইরকম, তারা সবাই চেলসির খেলোয়াড়। তারা যদি সামনেও চেলসিতে থাকে, তাহলে আমরা সবাইকে কাজে লাগানোর চেষ্টা করব।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য