Saturday, May 24, 2025
বাড়িরাজ্যষ্টিল ব্রীজটি সারাই করার দাবিতে সড়ক অবরোধ

ষ্টিল ব্রীজটি সারাই করার দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : রাস্তা সংস্কার ও মানিক ভান্ডার ষ্টিল ব্রীজটি সারাই করার দাবিতে সড়ক অবরোধ। শুক্রবার সকাল থেকে মানিক ভান্ডার, দারাং, মেথির মিয়া ভায়া নাগবংশী, চলুবাড়ি ,মরাছড়া রাস্তা দিয়ে চলাচলকারি লোকজন সড়ক অবরোধে সামিল হয়। জানা যায়, মেথির মিয়া, দারাং, নাগবংশী, চলুবাড়ি গ্রামবাসীদের বক্তব্য দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে মানিক ভান্ডার মেথির মিয়া, দারাং নাগবংশী, চলুবাড়ি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা ধলাই নদীর উপর থাকা একমাত্র ষ্টিল ব্রীজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

ফলে প্রতিদিন স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, রোগী সহ সাধারন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি এই সকল গ্রামের রাস্তা গুলি দীর্ঘ কয়েক বছর যাবত সংস্কার না করার ফলে রাস্তা গুলির হালও বেহাল হয়ে গেছে। এতে করে সাধারন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এইদিন তারা বাধ্য হয়ে মানিক ভান্ডার ধলাই নদীর উপর থাকা ষ্টিল ব্রীজের সন্নিকটে চলুবাড়ি চৌমাথায় সড়ক অবরোধে সামিল হয়েছেন। জানা যায় এলাকাবাসিরা ঝুকিপূর্ণ অবস্থায় থাকা স্টিল ব্রিজটি সারাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট একাধিকবার দাবি জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর বেহাল স্টিল ব্রিজটি সারাই-র উদ্যোগ গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!