Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যদেশ রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হর ঘর...

দেশ রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : বুধবার খোয়াই রামচন্দ্রঘাট চৌমুহনি এলাকায় অনুষ্ঠিত হয় হর ঘর তেরঙ্গা কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রামচন্দ্র ঘাট এলাক তিপরা মাথা দলের বিধায়ক  রঞ্জিত দেববর্মা জেলাশাসক চান্দনি  চন্দ্রন, মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা। এই দিন হাড় ঘর তিরঙ্গা এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীন হয়েছিল।

২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের কাছে আহ্বান করেছিলেন যারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের জন্য আত্ম বলিদান দিয়েছিলেন এবং দেশের অখন্ডতা রক্ষার জন্য দেশকে চক্রান্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে  দেশের যেসব সেনা বাহিনীরা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এই কর্মসূচি। এর অঙ্গ হিসেবে ১৩ আগস্ট থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের এই ইতিহাস কেউ ভুললে চলবে না। যারা নিজেদের কথা চিন্তা না করে দেশের মাটির জন্য রক্ত দিয়েছে তাদেরকে ভুলে গেলেও চলবে না। তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করতে হবে। তাতে করে দেশের প্রতি দেশাত্মবোধের  ভাবনাটা জাগবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিনের আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!