স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষ্যে রবিবার শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আগরতলা শহরে এক মিছিল অনুষ্ঠিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে সকলে। উপস্থিত ছিলেন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক সহ অন্যান্যরা।
হর কিশোর ভৌমিক জানান রবিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্মবলিদান দিবস। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি প্রতি বছর দিনটি পালন করে থাকে। সেই মোতাবেক এই বছরও দিনটি পালন করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম বসু চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ। কিন্তু বর্তমানে দেশি শাসকরা দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে। তার বিরুদ্ধে লড়াই করতে হলে হাজার হাজার ক্ষুদিরাম বসুর প্রয়োজন। তাই ছাত্র-যুবদের মধ্যে ক্ষুদিরাম বসুর চিন্তা চেতনাকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে।