Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদহ্যারিসের সঙ্গে তিনটি বিতর্ক করতে রাজি, জবাবের অপেক্ষায়: ট্রাম্প

হ্যারিসের সঙ্গে তিনটি বিতর্ক করতে রাজি, জবাবের অপেক্ষায়: ট্রাম্প

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ আগস্ট: যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সেপ্টেম্বর মাসেই তিনটি নির্বাচনি বিতর্ক করতে রাজি। এ ব্যাপারে এখন হ্যারিসের প্রচার শিবির থেকে জবাব পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।ট্রাম্প বৃহস্পতিবার ফ্লোরিডা রাজ্যে তার মার-আ-লোগোর বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা জানান।তিনি বলেন, “আমরা ফক্স নিউজের সঙ্গে ৪ সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠানে রাজি হয়েছি, এনবিসির সঙ্গে ১০ সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠান করতে রাজি হয়েছিলাম। আর এবিসি নিউজের সঙ্গে ২৫ সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠানে রাজি হয়েছি। আশা করি তিনি (হ্যারিস) রাজি হবেন।”

তবে বিতর্কের স্থান কোথায় হবে এবং সেখানে দর্শকশ্রোতা থাকবে কিনা সে ব্যাপারে ট্রাম্প কিছু বলেননি।ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন খারাপ করার পর তার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।তার জায়গায় এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফলে নতুন করে তার সঙ্গে বিতর্ক হতে চলেছে ট্রাম্পের।তবে ট্রাম্প এর আগে এতদিন হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে রাজি হচ্ছিলেন না। হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী নন, এই যুক্তিতে ট্রাম্প তার সঙ্গে বিতর্ক করতে প্রথমে রাজি হননি। পরে তিনি হ্যারিসকে বিতর্কের বিকল্প একটি প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ট্রাম্পের ২৭ জুনের প্রথম বিতর্ক হওয়ার পর দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা ছিল ১০ সেপ্টেম্বরে এবিসি নিউজে। কিন্তু বাইডেনের জায়গায় হ্যারিস আসার পর ট্রাম্প তাকে পূর্বনির্ধারিত এই বিতর্কের পরিবর্তে ফক্স নিউজে ৪ সেপ্টেম্বরে বিতর্ক করার বিকল্প ওই প্রস্তাব দিয়েছিলেন।কিন্তু হ্যারিসের প্রচার শিবির তাতে রাজি হয়নি। এরপরই ট্রাম্প ১০ সেপ্টেম্বরের ওই বিতর্কসহ হ্যারিসের সঙ্গে আরও দুটো বিতর্ক করতে রাজি থাকার কথা জানালেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য