Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপ্রচারে বের হয়ে আক্রান্ত কংগ্রেসের দুই প্রার্থী, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা

প্রচারে বের হয়ে আক্রান্ত কংগ্রেসের দুই প্রার্থী, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ লগ্নে  কৃষ্ণপুরে রাজনৈতিক উত্তেজনা কর পরিস্থিতি। কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার দলের পঞ্চায়েত সমিতি আসনে প্রতিদ্বন্দ্বিতা কারী দুই প্রার্থীর উপর শাসকদলের যুব সংগঠনের কর্মী সমর্থকেরা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত করে। এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সরগরম।

ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া বলেন, তেলিয়ামুড়ার মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির দুই প্রার্থী বিপ্লব সরকার এবং অশিত বিশ্বাসের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তাদের উপর যুব মোর্চার কর্মী সমর্থকরা সম্মিলিতভাবে এই আক্রমণ সংঘটিত করেছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারি বিপ্লব সরকার দাবি করেছেন, তিনি এবং অশিত বিশ্বাস যখন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন পেছন থেকে ধাওয়া করে তাদের উপর যুব মোর্চার কর্মী সমর্থকেরা আক্রমণ সংঘটিত করে।

 গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে কংগ্রেস দলের নেতৃত্বরা কথা বলে সুবিচার প্রার্থনা করেছেন। এদিকে গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে যুব মোর্চার কৃষ্ণপুর মন্ডল সভাপতি নির্মল দেবনাথ দাবি করেছেন, এই সমস্ত ঘটনার পেছনে যুব মোর্চার কর্মী বা সমর্থক’রা দায়ী নয়। তিনি আরো দাবি করেছেন, যুব মোর্চার কর্মী সমর্থকেরা বরাবরই সমাজ গঠনের জন্য কাজ করছে। এই প্রকারের অনভিপ্রেত কাজ কখনোই যুব মোর্চা করে না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য