Friday, September 13, 2024
বাড়িরাজ্যস্যন্দন টিভিতে খবর প্রকাশের পর স্বাস্থ্য দপ্তরের জাম্বু পাশে দাঁড়ালেন অসুস্থ মানুষের

স্যন্দন টিভিতে খবর প্রকাশের পর স্বাস্থ্য দপ্তরের জাম্বু পাশে দাঁড়ালেন অসুস্থ মানুষের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : স্যন্দন টিভিতে খবর প্রকাশের পর স্বাস্থ্য দপ্তরের জাম্বু টিম পৌঁছালো চড়িলাম ধারিয়াথল ভিলেজের পুরান লেম্বুতলী এবং গয়ারাম কোবরা পাড়ায়। দীর্ঘদিন ধরে দুই গ্রামে ঘরে ঘরে মানুষ জ্বরে ভুগছে। দেখা মিলছিল না স্বার্থকর্মীদের। অবশেষে শনিবার খবর প্রকাশিত হয়েছিল দুই গ্রামের মানুষ চাইছেন স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলটি এদিন দুটি গ্রাম পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গ্রামে এসে তারা লক্ষ্য করেছেন বহু মানুষের জ্বর। অধিকাংশ মানুষ হাসপাতাল থেকে ঔষধ এনেছে।

তবে সংকটজনক কেউ না থাকলেও একজন শিশুকে অ্যাম্বুলেন্স দিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের ১৫ থেকে ২০ জনের রক্ত সংগ্রহ করা হয়েছে। এ রক্তের নমুনা ল্যাবে পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর কোন আশঙ্কা নেই। আগামী সাতদিন বিশ্রামগঞ্জের একটি স্বাস্থ্য কর্মীদের টিম দুটি গ্রামের দিকে নজর রাখবে বলে জানান। উল্লেখ্য, গত দেড় থেকে দুই সপ্তাহ ধরে ঘরে ঘরে থাবা বসিয়েছে জ্বর। এবং এই জ্বর ঘরের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে হচ্ছে। হাসপাতাল গেলে তাদের ভর্তি রাখা হচ্ছে না। কারণ হাসপাতলে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার জন্য নেই জায়গা। ঠাসা ভিড়ের মধ্যে আর রোগী রাখতে চাইছে না হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা। তাই যারা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে তাদের ঔষধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাড়ি ফিরে প্রায় এক সপ্তাহ ঘনিয়ে আসলো জ্বর থেকে সুস্থ হয়ে উঠছে না অধিকাংশ মানুষ। গোটা গ্রাম গুলির মধ্যেই এই অবস্থা সৃষ্টি হয়ে আছে। বহু বাড়িতে আশঙ্কা জনক রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়ার লোক পর্যন্ত নেই। আবার কারোর বাড়িতে ওষুধ এনে দেওয়ার জন্য নেই কেউ। দীর্ঘ দেড় থেকে দুই সপ্তাহ ধরে গ্রামগুলির মধ্যে জ্বর চোখ রাঙালেও স্বাস্থ্যকর্মীরা গ্রামে গিয়ে কারোর কাছ থেকে কোন খোঁজখবর নিচ্ছে না। বর্তমানে বাড়ি বাড়িতে শয্যাশায়ী রোগীদের খোঁজখবর নেওয়ার জন্য নেই কেউ। এমনটাই খবর প্রকাশিত হয়েছিল স্যন্দন টিভির পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য