Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যদুঃসাহসিক চুরি ধলাই জেলা হাসপাতালে

দুঃসাহসিক চুরি ধলাই জেলা হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো আমবাসা স্থিত ধলাই জেলা হাসপাতালে। চোরেরা থাবা বসায় হাসপাতালে দুটি ওয়ার্ডে। ঘটনা শনিবার রাতে। নিয়ে যায় বেশ কয়েকজন রোগীর নগদ টাকা ও মোবাইল ফোন। শিশু ওয়ার্ড ও জেনারেল ওয়ার্ডের রোগী ও তাদের পরিজনদের মোবাইল ও টাকা নিয়ে যায় চোরেরা। জানা যায় চোরেরা এক রোগীর ব্যাগ থেকে নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে।

 হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী জানায় রাত্রি ১ টার সময় ব্যাগে মোবাইল ঢুকিয়ে ব্যাগটি মাথার পাশে রেখে ঘুমিয়েছিলেন। রাত্রি ৩ টার সময় ঘুম ভাঙ্গার পর দেখতে পান ব্যাগটি ওনার পায়ের পাশে। সাথে সাথে তিনি ব্যাগটি খুলে দেখতে পান ব্যাগে মোবাইল নেই। এই বিষয়ে হাসপাতালের এমএসকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি নিজেও ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। রোগীর পরিজনদের থানায় অভিযোগ জানাতে বলেছেন। তিনি আরও জানান হাসপাতালে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে রাত্রি বেলায় কে হাসপাতালে প্রবেশ করেছে তা ধরা পড়বে। পাশাপাশি তিনি হাসপাতালের নিরাপত্তারক্ষী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবার পরিজনদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!