স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : অবশেষে দেহ মিললো মনুঘাট শ্যামপাড়ায় বন্যার জলে তলিয়ে যাওয়া মনমোহন ত্রিপুরার। জানা যায় রবিবার সকালে মনুঘাট শ্যামপাড়ার জমি থেকে উদ্ধার হয় মনমোহন ত্রিপুরার মৃতদেহ। পরে মনমোহন ত্রিপুরার মৃতদেহ নিয়ে আসা হয় সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে।
স্থানীয়দের বক্তব্য গত দুদিনের বৃষ্টিতে ফেনী নদী ও মনু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেনী নদী ও মনু নদীর মিলন স্থল সংলগ্ন অবস্থিত শ্যামপাড়া। দুই নদীর জলে মনুঘাট, হার্বাতলী এলাকায় ব্যপক জল বাড়ে। বন্যার রূপ নেয় মনুঘাট, শ্যামপাড়া, হার্বাতলী। শনিবার সকাল ৯ টায় মনমোহন ত্রিপুরা বন্যার দৃশ্য দেখতে বেরিয়ে শ্যামপাড়ায় ছড়ার জলে পরে যায়।এলাকার জনগন, পুলিশ, টিএসআর, বিপর্যয় মোকাবেলা টিম, এন.ডি.আর.এফ শনিবার সারাদিন খোঁজ করার পরও মনমোহন ত্রিপুরাকে পাওয়া যায় নি। অবশেষে রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে।