Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যকমন সার্ভিস সেন্টারের ১৫ বর্ষ পূর্তি অনুষ্ঠান

কমন সার্ভিস সেন্টারের ১৫ বর্ষ পূর্তি অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :২৫ জুলাই কমন সার্ভিস সেন্টার দিবস। দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় আগরতলা সুকান্ত একাডেমিতে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সি এস সি -র ত্রিপুরা রাজ্য অধিকর্তা বিশ্বজিৎ দেবনাথ, সিএসসি -র সি এস ও ভগবান পাতিল সহ অন্যান্য অতিথিরা। সি এস সি -র ত্রিপুরা রাজ্য অধিকর্তা বিশ্বজিৎ দেবনাথ জানিয়েছেন ২৫ জুলাই সিএসসি দিবস।

আজ ১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিগত দিন সি এস সি মাধ্যমে যারা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখেছে তাদের সম্মানিত করা হয়। বর্তমানে সারা রাজ্যে সি এস সি দ্বারা দুই শতাধিক পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি ঋণ গ্রহণ করা এবং ব্যাংকিং -এর প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে। তিনি আরো বলেন, কমন সার্ভিস সেন্টারের উদ্দেশ্য হল নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের মাধ্যমে একটি ডিজিটাল এবং আর্থিকভাবে অন্তর্ভুক্ত সমাজ গঠন করা। কমন সার্ভিস সেন্টার দ্বারা প্রদত্ত বেশ কিছু পরিষেবা হলো সরকার থেকে নাগরিক পরিষেবা, ব্যবসা থেকে নাগরিক পরিষেবা, আর্থিক পরিষেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা পরিষেবা, কৃষি পরিষেবা৷

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য