Monday, May 19, 2025
বাড়িরাজ্যসীমান্ত থেকে আটক ২ মানব পাচারকারী

সীমান্ত থেকে আটক ২ মানব পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশ করার ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করল আমতলী থানার পুলিশ। আমতলী থানার অন্তর্গত বেলাবর সিমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিস। বুধবার সন্ধ্যায় আমতলি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও আমতলি শঙ্কর দাস জানান ১৬ জুলাই আমতলী থানার পুলিশ দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দুই জনের নাম জানা যায়। যারা তাদেরকে রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করতে সহযোগিতা করেছে। ধৃত বাংলাদেশী নাগরিকদের স্বীকারোক্তি মোতাবেক বুধবার সন্ধ্যায় অভিযান দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের নাম হল মোবারক মিয়া ও মোকাব্বর। তারা আমতলি থানার অন্তর্গত বেলাবর এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন দিন ধরে বাংলাদেশী নাগরিকদের রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর কাজের সাথে যুক্ত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!