Monday, May 19, 2025
বাড়িরাজ্যজেলা পর্যায়ের প্রদর্শনী/মডেল ডিসপ্লে প্রতিযোগিতা ২০২৪ -এর আয়োজন

জেলা পর্যায়ের প্রদর্শনী/মডেল ডিসপ্লে প্রতিযোগিতা ২০২৪ -এর আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রদর্শনী/মডেল ডিসপ্লে প্রতিযোগিতা ২০২৪ -এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জেলা সভাধিপতি হরি দুলাল আচার্যী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। জেলা সভাধিপতি হরি দুলাল আচার্যী বলেন, বুধবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রদর্শনী ও মডেল ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পশ্চিম জেলার মোট ৩০ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। তিনি বলেন এ ধরনের অনুষ্ঠানের পেছনে মূলত উদ্দেশ্য হলো সমাজকে সুরক্ষিত করা। এবং ছাত্র-ছাত্রীদের মেধার পরিচয় পাওয়া যায় এ ধরনের অনুষ্ঠান থেকে। এই প্রদর্শনের মধ্য দিয়ে সবুজ ত্রিপুরার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে অন্যান্য সব জায়গাতে এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়ে গেছে। এ ধরনের প্রদর্শনী থেকে প্রত্যেক জেলায় পাঁচটি স্কুলকে সেরা তালিকায় বেছে নেওয়া হচ্ছে। তারপর সব জেলা থেকে পাঁচটি স্কুল করে একসাথে রাজ্যভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে কোন একটি জেলার প্রদর্শনীকে বিশেষভাবে বাছাই করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!